মোবাইলকে  বই বানান (পড়ালেখাকে  এখন আপনাদের হাতের মুঠোয়, সংগ্রহের/ডাউনলোড করার দ্বায়িত্ব আপনাদের)

মোবাইলকে  বই বানান (পড়ালেখাকে  এখন আপনাদের হাতের মুঠোয়, সংগ্রহের/ডাউনলোড করার দ্বায়িত্ব আপনাদের)

অযথা মোবাইলে সময় অপচয় না করে মোবাইলের মধ্যেমে নিজের ক্যারিয়ার গড়ে তুলুনঃ

বর্তমান বিশ্বে যেসব নতুন আবিষ্কার অতি দ্রুত শহর-বন্দর ও গ্রাম-গঞ্জের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে তন্মধ্যে মোবাইল ফোন একটি উল্লেখযোগ্য আবিষ্কার। মোবাইল নেই এমন তরুণ তরুণী হয়তো এখন আর দেশে খুজেঁ পাওয়া কঠিন। সবার হাতে হাতে রয়েছে মোবাইল। একটা সময় এমন ছিল যখন মোবাইল ফোন ছিল শুধুমাত্র যোগাযোগের মাধ্যম  অর্থাৎ মোবাইল ফোন ছিল মূলত ফোন করা বা এসএমএস এর জন্য । তারপর সময়ের সাথে তাল মিলিয়ে এটি হয়ে ওঠে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ।

প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আর কেনই বা কাছের বন্ধু হবে না বলুন – মোবাইল ফোন যদি আমাদের ইন্টারনেট ব্যবহারের করে  যে সকল সুবিধা নেওয়া যায়ঃ

মুহূর্তের মধ্যে যে কোন স্থানে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে দেয়,

প্রিয়জনের সাথে ফেসবুক এর মত এপ্লিকেশন ব্যবহার করার সুযোগ দেয়

 আজকের আবহাওয়া কেমন যাবে,

আপনার শেয়ারের বর্তমান রেট কত যাচ্ছে

ইসলামিক  বই ডাউনলোড করে পড়ার সুযোগ দেয় ।

আর এ জন্য একে বর্তমান বিশ্ব  বলে  “হাতের মুঠোয় ছোট্ট বিশ্ব” ।

বর্তমান এই যুগে  আমাদের সার্বক্ষণিক ও একমাত্র সঙ্গী বা পারসোনাল ডিজিটাল এ্যসিস্টেন্স বা সঙ্গি (পিএ) হচ্ছে মোবাইল । আর এর সহজ ব্যবহার, ইন্টারনেট সুবিধা ও সহজ বহনযোগ্যতার জন্য দিন দিন মোবাইল  বা স্মার্টফোনের  প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে…! তাতে বলা যায়, আমাদের  ডেক্সটপ ও ল্যাপটপের দিন শেষ।

আর তাই এই প্রিয় মোবাইল নামক বন্ধুটিকে আপনার শিক্ষা জীবনের অন্যতম বন্ধুতে রূপান্তরিত করুণ।

এজন্য মোবাইল কে পরিণত করতে শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে । কারন সবসময় তো কম্পিউটার বগলদাবা করে ঘুরে বেড়ানো যায় না, তাই সব জায়গায় ই-বুক পড়াও যায় না। মনে করেন আপনি ট্রেনে করে সিলেট বা ঢাকা  যাচ্ছেন, এখন আপনি ই-বুক পড়ার মত কম্পিউটার পাবেন কই?এছাড়া দীর্ঘ কোনো লেখা কম্পিউটারে পড়তে বিরক্ত লাগে…তা ছাড়া কারেন্টও থাকেনা সব সময়।

সেটা কেবল সম্ভব হবে মোবাইল দিয়ে। যদি আমাদের প্রয়োজনীয় সকল বই ( বিশেষ করে বাংলা বই) পড়া যায়।এছাড়া এই মোবাইলের  ভেতর আস্ত আস্ত বই রেখে দিতে পারবেন। যারা বই পড়তে ভালোবাসে তারা যখন ফোন আসে না তখন মোবাইল খুলে বই পড়তে পারবেন।

মনে হয় প্রায় সবাই এই ব্যাপারটা জানে… কিন্তু এর সঠিক ব্যবহার কেউ করে নাই…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *