একটি মোবাইল কতদিন ব্যবহার করা হয়েছে, সেটা কি বের করার পদ্বতি!!

একটি মোবাইল কতদিন ব্যবহার করা হয়েছে, সেটা কি বের করা সম্ভব?
IMEI CH

প্রথমে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *#06# ডায়াল করে ফোনের IMEI বের করে, IMEI নাম্বারের উপরে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রেখে, নাম্বারটি কপি করে নিন।

এরপর

https://www.imei.info/
https://www.imei.info/
এই ওয়েবসাইটে গিয়ে যে ফোনের ব্যবহার সম্পর্কে জানতে চান তার imei নাম্বার ইনপুট করিয়ে

চিত্রের উল্লেখিত স্থানে ক্লিক করলে ফোন কবে কেনা হয়েছে বা কবে থেকে ফোনটি ব্যবহার করা হচ্ছে তা দেখতে পারবেন।

বিঃদ্রঃ উক্ত ওয়েটসাইটের (Terms & conditions) আপডেটের উপর নির্ভর করে, ফোন চালু হবার তারিখ দেখানোর অপশন পরিবর্তিত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *