চেহারা স্ক্যান করে ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ বলে দেবে !!!

চেহারা স্ক্যান করে ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ বলে দেবে ‘ফেস রেকগনিশন’ প্রযুক্তির উন্নত সংস্করণ। তাতে ভিন্ন মাত্রা যোগ করবে এআই। সম্প্রতি ‘আমেরিকান সাইকোলজিস্ট’—জার্নালে প্রকাশিত এক গবেষণা এ কথাই জানায়।

মুখে কোনো অভিব্যক্তি (Expresison) না থাকলেও; এমনকি ছবি বা ভিডিয়ো থেকেও চেহারা স্ক্যান করে আশ্চর্যজনক মাত্রার নিখুঁত তথ্য দিতে পারছে প্রযুক্তিটি।

সরকারি ও বেসরকারি খাতে ‘ফেস রেকগনিশন’ প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বাড়ছে। রাজনৈতিক মতাদর্শের মতো ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুমান করার থেকেও আরো জটিল পর্যায়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এই প্রযুক্তির।

তথ্যসূত্র: American Psychologist (Journal)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *