মেট্রোরেল চলাচলের সময়সূচি

উত্তরা উত্তর স্টেশন ⇔ আগারগাঁও স্টেশন

চলাচলের সময়সকাল ০৮.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত সময়সূচি অনুযায়ীঃ 
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত Headway
সকাল ৮:০০ ঘটিকা থেকে সকাল ১১:০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট সকাল ১১:০১ মিনিট থেকে বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour-Headway ১২ মিনিট বিকাল ০৪:০১ মিনিট থেকে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 

শনিবারের Headway

সকাল ৮.০০ ঘটিকা থেকে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত Off Peak Hour-Headway ১২ মিনিট সকাল ১১.০১ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত Peak Hour-Headway ১০ মিনিট 
* শনিবার থেকে বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিট এবং রাত ৮.৩০ মিনিটে ০২(দুই)টি অতিরিক্ত মেট্রো ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। উল্লেখ্য এই মেট্রো ট্রেন দুইটিতে MRT Pass/Rapid Pass ধারী যাত্রীগণ চলাচল করতে পারবে।
একক যাত্রা টিকিট ক্রয়ের সময়সকাল ০৭.৩০ মিনিট থেকে রাত ০৭.৩০ মিনিট পর্যন্ত
MRT Pass ক্রয়ের সময়সকাল ০৭.৩০ মিনিট থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত
MRT Pass ক্রয়ের নিয়মwww.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল ষ্টেশন হতে MRT Pass নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। MRT Pass / Single Journey Ticket সম্পর্কিত তথ্যাদি
সাপ্তাহিক বন্ধশুক্রবার
যাতায়াতের স্টেশন সমূহউত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১১ – মিরপুর ১০ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও
copy right from https://dmtcl.gov.bd website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *