কীভাবে আমি অনেক টাকার মালিক হতে পারবো?

কীভাবে আমি অনেক টাকার মালিক হতে পারবো?


কিভাবে অনেক টাকার মালিক হওয়া যায় তাহার কিছু নিয়ম নিয়ে নিম্নে আলোচনা করা হলোঃ

(১) একটি ব্যবসা শুরু করে দিতে হবে ছোট পরিসরে (ব্যবসা বলতে পানের দোকান, চায়ের দোকান, টং দোকান এগুলোর কথা বলছি না, এগুলোকে ব্যবসা বলেনা, বলা হয় আত্মনির্ভরশীলতা, আপনাকে করতে হবে সত্যিকারের ব্যবসা)

(২) নিয়মিতভাবে ফাইনান্সিয়াল জ্ঞান সংগ্রহ করতে হবে এবং তা ব্যবহার করতে হবে (টাকা দিয়ে টাকাকে কিভাবে বৃদ্ধি করতে হয়? টাকা কিভাবে বাজেট করতে হয়? টাকা কিভাবে খরচ করতে হয়?)

এক নাম্বারটি যখন শুরু করবেন এবং একটু একটু করে সফল হবেন, দুই নাম্বারটি আপনার টাকাকে কিভাবে চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি করতে হয়? তা করার জন্য সাহায্য করবে।

এর সাথে আরেকটি কাজকে যুক্ত করে দিচ্ছি, যা যেকোনো ভালো কিছুকে অর্জন করার জন্য অবশ্যই করতে হয়।

“লক্ষ্যের সাথে জড়িত লোকজনের সাথে চলাফেরা করা এবং লক্ষ্যের সাথে জড়িত না এমন লোকজনকে বর্জন করা”

আপনি আর্থিকভাবে শক্তিশালী হতে চাচ্ছেন, তাই আপনাকে আর্থিকভাবে শক্তিশালী লোকজনের সাথে চলাফেরা করতে হবে, ওঠা বসা করতে হবে, তাদের কনটেন্ট গ্রহণ করতে হবে। এর ফলে তার বা তাদের কনটেন্ট আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে সফল করবে।

লক্ষ্যের সাথে জড়িত না এমন লোকজনের সাথে উঠাবসা করলে, তারাও ব্যর্থতা গ্রহণ করবে, আপনাকেও ধ্বংস করে ছাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *